কলকাতা : নিয়োগ দুর্নীতি নিয়ে CBI-র এক মামলায় জামিন চেয়ে বুধবারই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বুধবার হাইকোর্টে সেই মামলার শুনানির শুরুতেই সিবিআই আরও কিছুটা সময় চাওয়ায় বিচারপতির অনুমতিক্রমে মামলার শুনানি পিছিয়ে যায়। আর এদিনই প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করল বিজেপি।
দল থেকে বহিষ্কৃত জেলবন্দি পার্থ নাকি জেলে বসেই নাড়ছেন কলকাঠি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য কে হবেন, তা নাকি ঠিক হচ্ছে তাঁরই অঙ্গুলিহেলনে। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। শিক্ষাদুর্নীতির বিভিন্ন প্রমাণ সরিয়ে ফেলতে নাকি নিজের পছন্দের লোককে উপাচার্য করতে চান পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে ছবি দেখিয়ে এমনটাই দাবি করেছেন,শঙ্কুদেব। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয়গুলিতে নিজের লোক বসাতে, আর নিজের দুর্নীতি ঢাকতে সক্রিয় প্রাক্তন শিক্ষামন্ত্রী।
শঙ্কুদেব পণ্ডার দাবি, আগামী ২৮ অগাস্ট TMCP-র প্রতিষ্ঠাদিবসে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা রাখা হয়েছে। তারই বিরোধিতা করে আসছে তৃণমূল। কিন্তু তাতে নারাজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। তিনি স্পষ্টই বলে দিয়েছেন, ‘আমি কারওই ইয়েস ম্যান নই…'। তাই ওইদিন বিশ্ববিদ্যালয়ে ছুটির ব্যবস্থা করতে বদ্ধ পরিকর রাজ্য। তাই আগেভাগেই উপাচার্য নিয়োগের পরিকল্পনা করা হয়েছে বলে দাবি বিজেপির। রাজ্যের ১৫টি বিশ্ববিদ্যালয়ে এখনও স্থায়ী উপাচার্য নিয়োগ বাকি। সুপ্রিম কোর্টের নির্দেশে তার তৎপরতা শুরু হয়েছে। BJP র দাবি, পছন্দের লোককে উপাচার্য হিসেবে বসাতে জেল থেকে কলকাঠি নাড়ছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে রানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য আশুতোষ ঘোষের ছবি দেখিয়ে দাবি শঙ্কুদেব পণ্ডার দাবি, তাঁকেই উপাচার্যের পদে বসাতে চান পার্থ। শঙ্কুর চাঞ্চল্যকর দাবি, উচ্চ শিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান থাকাকালীন উপাচার্য নিয়োগের কমিটি তৈরি করেছিলেন যিনি, তাঁকেই একমাত্র ডাকা হয়েছে ফাইনাল সিলেকশনের জন্য। এবিষয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। যদিও শঙ্কুদেব পণ্ডার দাবি খারিজ করে দিয়েছেন রানি রাসমণি গ্রিন ইউনিভার্সিটির প্রাক্তন উপাচার্য আশুতোষ ঘোষ।