হাই সিকিউরিটি জ়োনেও বেপরোয়া গাড়ির দাপাদাপি। রবিবার সকালে রাষ্ট্রপতি ভবন থেকে সামান্য দূরে ভয়াবহ দুর্ঘটনা। ফুটপাত ধরে যাচ্ছিলেন দুই ব্যক্তি। হঠাৎই প্রবল গতিতে ছুটে আসে একটি SUV। এমন বেপরোয়া গতি ছিল, ফুটপাত ধরে হাঁটা দু’জনকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। আহতও হন একজন। রবিবার সকালে নয়া দিল্লির চাণক্যপুরী এলাকায় এই ঘটনা ঘটে।
যেখানে এই ঘটনা ঘটে, তা রাষ্ট্রপতি ভবন থেকে ২ কিলোমিটার দূরে। প্রশ্ন উঠছে, এমন কড়া নিরাপত্তায় ঘেরা এলাকায় কী ভাবে এমন ঘটনা ঘটল। এনডিটিভির খবর অনুযায়ী, দুর্ঘটনার পরে দীর্ঘ সময় ধরে রাস্তাতেই পড়েছিল দেহটি। প্রায় ঘণ্টাখানেক পরে পুলিশ আসে এবং দেহটি তুলে নিয়ে যায়।
এই ঘটনায় ২৬ বছর বয়সি SUV চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, ওই গাড়ির ভিতর থেকে মদের বোতল উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম। যদিও গাড়ির চালক দাবি করেছেন, এই গাড়ি তাঁর নয়। এক বন্ধুর গাড়ি, তিনি চালাচ্ছিলেন। চালকের দাবি, তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় এই দুর্ঘটনা। তবে সত্যিই তন্দ্রাচ্ছন্ন হওয়ার কারণে নাকি তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, তা জানার চেষ্টা করছে পুলিশ। উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের রেজিস্ট্রেশন গাড়িটির।