‘অপারেশন সিঁদুর’ অভিযানের সময়েই ভারতের রুদ্ররূপ দেখেছে বিশ্ব। এর পরে কেউ ভারতে হামলা চালাতে এলে তাকেও রেয়াত করা হবে না। হামলা চালিয়ে পাতালে লুকোলেও তাকে খুঁজে বার করে নিকেশ করা হবে। বারাণসীতে দাঁড়িয়ে সন্ত্রাসবাদীদের এই বলেই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গত কয়েকদিনে জম্মু-কাশ্মীরে অভিযান চালিয়ে একাধিক জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। ‘অপারেশন শিবশক্তি’ এবং ‘অপারেশন মহাদেব’ অভিযান চালিয়েই ওই সাফল্য পেয়েছে সেনা। শনিবারও অভিযান চালিয়ে আরও দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে। আর, শনিবার বারাণসীতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জানালেন, ‘মহাদেবের আশীর্বাদেই’ পহেলগাম জঙ্গি হামলার প্রতিশোধ নিয়েছে ভারত।
পহেলগামে হামলার পরেই তার যোগ্য জবাব পাকিস্তানকে দেওয়া হবে বলে ‘প্রতিশ্রুতি’ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ওই প্রতিশ্রুতি পূরণ হওয়ার সাফল্য এ দিন মহাদেবের চরণেই উৎসর্গ করেন তিনি।