কয়েকঘণ্টা পরই রাজ্যে তিন মেট্রোরুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি। তার আগে চর্চায় গোটা প্রকল্প। কারণ, এই মেট্রোরুটের ভাবনা ছিল তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটের মুখে উদ্বোধন করে প্রধানমন্ত্রী বাংলায় নিজেদের মাটি শক্ত করার চেষ্টা করছেন বলেই তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
১৬ বছর আগে রেলমন্ত্রী হিসাবে বাজেট প্রস্তাবের পাশাপাশি এই মেট্রো প্রকল্পগুলির অর্থ বরাদ্দ করে কাজ শুরু করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, কেন্দ্রে ক্ষমতায় আসার পর বিজেপি সরকার এই প্রকল্পগুলির পরবর্তী খাতের আর্থিক বরাদ্দ অনেকটাই কমিয়ে দিয়েছিল। শুক্রবার এক্স হ্যান্ডেলে সেকথাই মনে করিয়ে দিলেন কুণাল ঘোষ। পুরনো কিছু ছবি পোস্ট করে লিখলেন, “রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মুহূর্ত। বাংলাকে উজাড় করে নতুন রুট, লাইন, ট্রেন, স্টেশন, প্রকল্প, কর্মসংস্থান দিয়েছেন তিনি। আজ প্রধানমন্ত্রী যা উদ্বোধন করবেন, সেগুলিও মমতাদির ভাবা, অনুমোদন, আর্থিক বরাদ্দ করা। এতকাল দেরি করে এখন ভোটের মুখে নিজেদের প্রচার করতে আসছেন প্রধানমন্ত্রী। বাংলার মানুষ জানেন আসল কাজ মমতাদির করা।”