চলন্ত ট্রেন থেকে ধোঁয়া। শুক্রবার সকালে আপ হাওড়া-ব্যান্ডেল লোকালের ঘটনা। শেওড়াফুলি স্টেশন ছেড়ে একটু এগিয়েই দাঁড়িয়ে যায় ট্রেন। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ভয় পেয়ে যান যাত্রীরা। পরে জানা যায়, ব্রেক সু হঠাৎ আটকে গিয়েছিল। সেখান থেকেই বিপত্তি।
স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্রে খবর, এ দিন সকালে মেন লাইনে ৩৭৮২৫ আপ হাওড়া-ব্যান্ডেল লোকাল শেওড়াফুলি স্টেশনে ঢোকে সকাল ১১টা নাগাদ। কিছুক্ষণের মধ্যেই স্টেশন ছাড়ে। কিন্তু আচমকাই দাঁড়িয়ে যায়। শুধু তাই নয়, ট্রেনের নীচ থেকে ধোঁয়া বেরতে থাকে। আগুন লেগে গিয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তবে পরে জানা যায়, হঠাৎ ব্রেক সু আটকে গিয়েছিল। সেখান থেকে ধোঁয়া বের হচ্ছিল।
রেল যাত্রীরা জানিয়েছেন, ওই অবস্থাতেই প্রায় ৪৫ মিনিট দাঁড়িয়েছিল ট্রেন। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। তাঁদের সঙ্গে ছিলেন রেলের টেকনিক্যাল টিমের সদস্যরাও। তাঁরাই ব্রেক সু মেরামতি করেন। ফের ব্যান্ডেলের উদ্দেশে রওনা দেয় ট্রেন।
ওই লোকালে থাকা এক যাত্রী বলেন, ‘আমি চুঁচুড়ায় নামতাম। কিন্তু তার আগেই চলতে চলতে হঠাৎ ট্রেন দাঁড়িয়ে যায়। ধোঁয়া বেরতে থাকে। অনেকেই ভয় পেয়ে গিয়েছিলাম। পরে বুঝতে পারি, চাকায় কোনও সমস্যা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই রেলকর্মীরা এসে মেরামত করেন। তার পরে ট্রেন ছাড়ে।’
ধোঁয়া দেখে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই ট্রেন থেকে নেমে পড়েন। লাইন ধরে হাঁটাও শুরু করে দেন কেউ কেউ। অবশ্য ব্রেক সু খারাপ হওয়ার খবর শুনে ট্রেনে ফিরেও আসেন অনেকে।