আজ দুপুরেই জয়েন্টের ফল: হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে জানাল শীর্ষ আদালত, নয়া মেধাতালিকা প্রকাশও


জয়েন্ট এন্ট্রান্সের মেধা তালিকা নিয়ে নয়া নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের নির্দেশে স্থগিতাদেশ জারি করল দেশের সর্বোচ্চ আদালতের। শুক্রবার দুপুর ২টোয় JEE-র ফল প্রকাশ। বিকেল ৪টেয় সরকারি কলেজগুলির ভর্তির মেধাতালিকা প্রকাশ। বিকেল চারটের পর সরকারি কলেজে ভর্তির মেধাতালিকাও দেখা যাবে উচ্চশিক্ষা দফতরের পোর্টালে।

শুক্রবার প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চের তরফে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্য এবার জয়েন্টের মেধা তালিকা প্রকাশ করে কাউন্সেলিং ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে।”

কলকাতা হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ জয়েন্টের JEE মেধা তালিকা প্রকাশে স্থগিতাদেশ দিয়েছিলেন। রাজ্য সরকারের তরফে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে পালটা মামলা করা হয়। শুক্রবার সেই মামলাতেই স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এদিকে ফল প্রকাশ করতে তড়িঘড়ি আজকেই বৈঠকে বসছেন জয়েন্ট বোর্ডের আধিকারিকরা।

Post a Comment

Previous Post Next Post