চাহিদা অনুযায়ী বিদ্যুৎ-সংযোগ নিন: পুজো উদ্যোক্তাদের পরামর্শ অরূপের, খুলল কন্ট্রোল রুম


পুজোর সময় পুলিশ-প্রশাসনের পাশাপাশি দিনরাত সজাগ থাকে বিদ্যুৎ দফতর। উৎসবের দিনে ছুটি না নিয়েই কাজ করেন দফতরের কর্মীরা। এবছর শারদোৎসব উপলক্ষ্যে বুধবার থেকেই চালু হয়েছে গেল বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুম। চলবে জগদ্ধাত্রীপুজো পর্যন্ত। সাংবাদিক বৈঠকে জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। প্রথমে পুজোর সময় বিদ্যুৎ (Electricity) পরিষেবা নিয়ে বৈঠক। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, বিদ্যুৎ সচিব শান্তনু বসু-সহ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার শীর্ষ আধিকারিকরা। ছিলেন ইসিএসসি-এর প্রতিনিধিও। বিদ্যুৎমন্ত্রীর পরামর্শ, বিদ্যুৎ দফতর থেকে চাহিদা অনুযায়ী সঠিক সংযোগ নিতে হবে উদ্যোক্তাদের।

এদিন, সাংবাদিক বৈঠকে অরূপ বলেন, পুজোর সময় বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য চালু করা হল কন্ট্রোল রুম। ২৪ ঘণ্টাই খোলা থাকবে। বিদ্যুৎমন্ত্রী বলেন, দুর্গাপুজো, কালীপুজো, জগদ্ধাত্রী পুজোতে নীরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে চায় রাজ্য বিদ্যুৎ পর্ষৎ। সেই কারণে, বুধবার থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত খোলা থাকবে ২৪ ঘণ্টার পুজো কন্ট্রোল রুম। উৎসবের সময়ে বিদ্যুৎ দফতরের কর্মী ও আধিকারিকদের ছুটি থাকছে না।

Post a Comment

Previous Post Next Post