লাগাতার বৃষ্টিতে বিরাট বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বিশাল বাড়ি, উপড়ে গেল বিদ্যুতের খুঁটি


জয়নগর মজিলপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মিত্র পরিবারের একটি বাড়ি দীর্ঘদিন যাবত কেউ না থাকার জন্য ভগ্নদশা হয়ে পড়েছে। প্রায় সময় ওই বাড়ি থেকে চাঙর ভেঙে রাস্তার উপরে পড়ে। যে রাস্তা দিয়ে ওই মিত্র বাড়ির পাশ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে একাধিক পরিবারের মানুষজন যাতায়াত করেন। বিগত তিন চার বছর ধরে এলাকার মানুষ ওই বাড়ির বর্তমান মালিক,স্থানীয় পুরসভা,ব্লক প্রশাসন এমনকি এসডিও অফিসে একাধিকবার জানিয়ে বহু চেষ্টা করেও সুরাহা করতে পারেনি, শেষে হাল ছেড়ে দিয়েছিলেন তারা। 

আর তারপরেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বৃহস্পতিবার রাতেই হুরমুরিয়ে ভেঙে পড়ে ওই বাড়িটি। ঘটনার জেরে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে যায়। দুর্ঘটনায় কোনও মানুষের ক্ষতি না হলেও স্থানীয়রা জানায় ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না একটি সারমেয়।

পরিত্যক্ত ওই বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা জয়নগর মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার,জয়নগর থানার আইসি পার্থ সারথি পাল সহ পুলিশের একটি বিশেষ দল।এসে পৌঁছায় দমকল ও ডিজাস্টার ম্যানেজমেন্ট এর দলও।

নিজের ওয়ার্ডে এ ধরনের দুর্ঘটনা ঘটায় পৌর নাগরিকদের চাপের মুখে পড়েছেন ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা জয়নগর মজিলপুর পৌরসভার চেয়ারম্যান সুকুমার হালদার।

Post a Comment

Previous Post Next Post