অনুপ্রবেশ ইস্যুতে কংগ্রেস-আরজেডিকে নিশানা, SIR-সংবিধান সংশোধনী বিল নিয়ে কী বার্তা মোদীর


সামনেই বিহার বিধানসভা ভোট। এর মাঝেই বিহারে SIR নিয়ে উত্তাল দেশ। সংসদের বাদল অধিবেশনে SIR বাতিলের দাবিতে বিরোধীরা রীতিমত সরকারকে কোনঠাসা করেছে। এই আবহে বিহার সফরে এসে একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি রাজনৈতিক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

শুক্রবার বিহারেরমুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে সঙ্গে নিয়ে ভোটের আগে রাজ্যে ১৩ হাজার কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুর প্রসঙ্গে বলেন, পাকিস্তান একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল, কিন্তু ভারত সেগুলো খড়ের মতো উড়িয়ে দিয়েছে। তিনি জোর দিয়ে জানান, “বিহারের মাটি থেকে নেওয়া প্রতিজ্ঞা কখনও বৃথা যায় না।”

এদিনই তিনি বিরোধী দল আরজেডি ও কংগ্রেসকে কড়া আক্রমণ করে অভিযোগ করেন, অনুপ্রবেশকারীদের তুষ্টির রাজনীতির জন্য তারা বিহারবাসীর অধিকার কেড়ে নিচ্ছে। মোদীর বক্তব্য, এনডিএ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অনুপ্রবেশকারীরা বিহারের যুবকদের চাকরি ছিনিয়ে নিতে পারবে না। শীঘ্রই একটি জনসংখ্যাতাত্ত্বিক মিশন শুরু হবে, যার মাধ্যমে অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়ানো হবে।

সংবিধানের ১৩০তম সংশোধনী বিল প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী করতেই এই আইন আনা হয়েছে। তাঁর কথায়, সরকারি কর্মচারী গ্রেপ্তার হলে চাকরি হারান, অথচ মুখ্যমন্ত্রী বা মন্ত্রীরা জেল থেকেও ক্ষমতা ভোগ করেন। তাই আইন অনুযায়ী, কোনও মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী গ্রেপ্তার হলে ৩০ দিনের মধ্যে জামিন না পেলে তাঁকে পদত্যাগ করতে হবে। আরজেডি, কংগ্রেস এবং বামপন্থীরা এই বিলের বিরোধিতা করছে বলে অভিযোগ তোলেন তিনি।

Post a Comment

Previous Post Next Post