এশিয়া কাপের দলের বেশ কিছু ক্রিকেটার দীর্ঘ দিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের মধ্যে নেই। বিশেষ করে অধিনায়ক সূর্যকুমার যাদবের মতো যাঁরা ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দলে ছিলেন না। তাই প্রতিযোগিতা শুরুর আগে কয়েক দিনের প্রস্তুতি শিবির করবেন কোচ গৌতম গম্ভীর।
ভারতীয় দলের প্রস্তুতি শিবির দেশে হবে না। দল সংযুক্ত আরব আমিরশাহি পৌঁছে শুরু হবে শিবির। একটা সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর থেকে দুবাইয়ে শুরু হবে প্রস্তুতি শিবির। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে। তার আগে চার দিনের প্রস্তুতি শিবির হবে। ৪ সেপ্টেম্বর ভারতীয় দল পৌঁছে যাবে আমিরশাহিতে। প্রতিযোগিতা শুরুর আগে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। গম্ভীরের পরিকল্পনায় এখনও পর্যন্ত তেমন কিছু নেই।
প্রতিযোগিতায় ভারতের দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের সঙ্গে ১৪ সেপ্টেম্বর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সূর্যকুমারেরা ওমানের মুখোমুখি হবেন ১৯ সেপ্টেম্বর। উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। প্রতিযোগিতার ফাইনাল ২৮ সেপ্টেম্বর। এ বারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।