পুলিশের সঙ্গে দুষ্কৃতীর গুলির লড়াই, এলভিশের বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত কে?


সলমন খানের বাংলোর বাইরে দুষ্কৃতিদের গুলি, কমেডিয়ান কপিল শর্মার ক্যাফেতে হামলার পর 'টার্গেট' বিতর্কিত ইউটিউবার ও বিগ বস OTT বিজয়ী এলভিশ যাদব! গত রবিবার ভোরে অজ্ঞাত পরিচয় কিছু দুষ্কৃতী গুরগাঁওয়ে এলভিশের বাড়ির বাইরে গুলি চালায়। সেক্টর ৫৬-এ ইউটিউবার এলভিশের বাড়ির একতলায় গুলিবর্ষণের ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনার দিন এলভিশ ব্যক্তিগত কাজে হরিয়ানার বাইরে ছিলেন। বাড়িতে ছিলেন এলভিশের বাবা ও কেয়ারটেকার। এক সপ্তাহ পেরনোর আগেই ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতার করেছে ঘটনার মূল চক্রীকে। তিনজন মুখোশধারী দুষ্কৃতী ইউটিউবার এলভিশ যাদবের গুরুগাঁওয়ের বাড়িতে গুলি চালিয়েছে। 

পুলিশের এক মুখপাত্র জানান, যে ব্যক্তি গ্রেফতার হয়েছে সে একাধিক গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন। ইশান্ত আলিয়া গান্ধী নামে ওই ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোর চারটে থেকে সাড়ে চারটের মধ্যে ফরিদপুর গ্রাম সংলগ্ন টিগাঁও রোডে সেক্টর ৩০-এ একটি ২৬ বোর বন্দুক থেকে চার রাউন্ড গুলি চালায়। ক্রাইম ব্রাঞ্চের একটি দল অভিযুক্তকে আটকানোর চেষ্টা করে। গান্ধী যখন মোটরবাইকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন শুরু হয় গুলির লড়াই এবং ওই ব্যক্তি আহত হয়। পুলিশি প্রহরায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ইশান্ত আলিয়া গান্ধীকে।

Post a Comment

Previous Post Next Post