'ভাষা আন্দোলনের ন্যাকামি নয়, আমরা অ্যাকশন চাই'! খাস কলকাতায় বাংলা ভাষায় কথা বলায় জুটল 'বাংলাদেশি' কটাক্ষ,তা নিয়েই গর্জে উঠল বাংলাপক্ষ। বুধবার সন্ধ্যায় শিয়ালদা ব্রিজের নিচে 'বাংলা ভাষায়' কথা বলায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন পড়ুয়াকে এলোপাথাড়ি মারধরের ঘটনা ঘটে। অভিযোগ, ছুরি, লাঠি, বন্দুক হাতে চলে মারধর। এই ঘটনায় বেশ কয়েকজন পড়ুয়া রক্তাক্ত হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। দায়ের হয়েছে FIR-ও। ঘটনার পর কেটে গিয়েছে কয়েকঘন্টা তাও কেন গ্রেফতার করা হয়নি অভিযুক্তদের? তা নিয়েই এবার পুলিশ- প্রশাসনকে নিশানা করল বাংলাপক্ষ।
খাস কলকাতায় 'বাংলা' বলায় 'বাংলাদেশি' সন্দেহে এলোপাথাড়ি মারধরের অভিযোগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বেধড়ক মারধরের অভিযোগ শিয়ালদা ব্রিজের নিচে ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে। এই ঘটনায় মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ছাত্রদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ ছুরি, বন্দুক নিয়ে ছাত্রদের উপর হামলা চালানো হয়। বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এক পড়ুয়া শিয়ালদা ব্রিজের নিচে একটি মোবাইল সরঞ্জামের দোকান থেকে কিছু জিনিস কিনতে গিয়েছিলেন সেখানেই দোকানদারের সঙ্গে তার বচসা হয়। এরপরই ওই পড়ুয়াকে হিন্দিতে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ। এরপর হোস্টেলে ফিরে সেকথা ওই পড়ুয়া তার বন্ধুদের জানান। বেশ কয়েকজন তাকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট এলাকায় গেলে 'বাংলাদেশি' বলে কটাক্ষ করে তাদের বেধড়ক মারধর করেন এলাকার ব্যবসায়ীরা। ঘটনার খবর পেয়ে মুচিপাড়া থানায় আসেন বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। পড়ুয়াদের সঙ্গে কথা বলে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি।