বুধবার রাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি হস্টেলের কয়েকজন পড়ুয়া শিয়ালদহ ব্রিজের নীচে একটি মোবাইলের সরঞ্জামের দোকানে গিয়েছিলেন কিছু কেনাকাটা করার জন্য। সেখানে তাঁদের মধ্যে কেনাকাটা নিয়ে কথাবার্তা হওয়ার সময়ে বচসা শুরু হয়। সেই সময়ে বাংলাভাষী ওই পড়ুয়াদের বাংলাদেশি বলে গালিগালাজ করা হয়। এক জনকে মারধর করা হয় বলেও অভিযোগ। হামলাকারী দোকানদার ও তাঁর সঙ্গীরা হিন্দিভাষী বলে অভিযোগ।
কয়েকজন পড়ুয়া মারধরে জখম হন, তাঁদের মেডিক্যাল কলেজে চিকিৎসা করানো হয়েছে। গোটা ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। আক্রান্ত পড়ুয়াদের সঙ্গীরা মুচিপাড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন ওই রাতেই। এর পরেই মুচিপাড়া থানায় আসেন বাংলাপক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায়। এই ঘটনার বিচার চেয়েছেন তিনি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে বচসা হয়েছে, কেন তা মারধরে গড়িয়েছে সবটাই দেখছে পুলিশ।