দুই প্রেমিক মিলে পুরুলিয়ার মা ও ২ নাবালিকাকে খুন! ৪৮ ঘণ্টার মধ্যে হত্যার কিনারা করল পুলিশ


পুরুলিয়া: হাড়হিম তিন নারকীয় হত্যাকাণ্ডের ৪৮ ঘন্টার মধ্যেই কিনারা করল রাজ্য পুলিশ। পুরুলিয়া জেলা পুলিশের সহায়তায় বাঘমুণ্ডির সুইসায় মা, মেয়ে, মাসি এই তিন খুনের ঘটনায় দুই আততায়ী গ্রেপ্তার। মঙ্গলবার রাতে বাঘমুণ্ডি থানা এলাকা থেকে গ্রেপ্তার করে জিআরপি বা গভর্মেন্ট রেলওয়ে পুলিশ। এই খুনের ঘটনায় যুক্ত নিহত কাজল ও তার বোন রাধার দুই প্রেমিক। ওই দুই প্রেমিক মিলেই তাদের ভালোবাসার মানুষকে শ্বাসরোধে খুন করে বলে অভিযোগ। চোখের সামনে মা ও মাসিকে খুন হতে দেখে সাত বছরের বালিকারও রেহাই মেলেনি। আততায়ীরা তাকেও তার পরনে থাকা ফ্রকের একাংশ গলায় পেঁচিয়ে খুন করে বলে অভিযোগ।
মৃতদেহ উদ্ধারস্থল থেকে মাত্র ২০ মিটার দূরে বাঘমুণ্ডি থানার সুইসা এলাকাতেই এই নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়ে এই ঘটনার প্রমাণ লোপাটের জন্য চান্ডিল-মুরি রেলপথে সুইসা ও তোরাং স্টেশনের মাঝখানে নিহত কাজল মাছুয়ার ও তার বোন রাধা মাছুয়ারের মৃতদেহ উপুড় করে শুইয়ে দেয়। তারপর কাজলের একমাত্র মেয়ে ৭ বছরের রাখিকেও সোজা অবস্থাতেই রেললাইনের উপরে রেখে দেওয়া হয়। খড়গপুর রেলওয়ে পুলিশ সুপার দেবশ্রী সান্যাল জানান, এই ঘটনায় দু’জন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে। তারা তাদের প্রেমিক।

Post a Comment

Previous Post Next Post