উত্তরপ্রদেশে পুলিশ কর্তার বাড়ির অদূরে মূক ও বধির তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২


উত্তরপ্রদেশের বলরামপুরে বিশেষভাবে সক্ষম ২২ বছরের এক তরুণীকে অপহরণের পরে গণধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার, ১১ অগস্টের ঘটনা। সূত্রের খবর, জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সরকারি বাসভবনের অদূরেই ওই ঘটনা ঘটে। পুলিশ সুপারের বাড়ির সামনে যে সিসিটিভি রয়েছে সেখানকার ১৪ সেকেন্ডের একটি ভিডিয়ো ফুটেজ ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ওই তরুণী প্রাণে বাঁচার জন্য রাস্তা দিয়ে দৌড়চ্ছেন। কয়েকজন যুবক বাইক নিয়ে তাঁর পিছনে ধাওয়া করছে। এই ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
ওই ঘটনায় জড়িত সন্দেহে বুধবার ভোরে বলরামপুর পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম অঙ্কুর ভার্মা (২১) ও হর্ষিত পান্ডে (২২)। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে অপহরণ ও গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বলরামপুরের কোতোয়ালি এলাকার বাহাদুরপুরে। ওই তরুণী মূক ও বধির। সোমবার নির্যাতিতা তরুণী রাত ৮টা নাগাদ মামার বাড়ি থেকে ওই রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে কয়েকজন যুবক বাইকে করে এসে তরুণীর পথ আটকায়। অভিযোগ, একজন যুবক তরুণীকে জোর করে মোটরবাইকে বসিয়ে নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানেই অভিযুক্তরা তরুণীকে ধর্ষণ করে।

পুলিশ সূত্রের খবর, বিশেষভাবে সক্ষম ওই তরুণী কথা বলতে না পারায় সাহায্য চাইতে পারেননি। ওই দিন রাত ৯টার পরেও তরুণী বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা তাঁর খোঁজ শুরু করেন। সেই সময়েই তাঁরা তরুণীকে পুলিশ চৌকির কাছে একটি ঝোপের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন। পরিবারের সদস্যরা তরুণীকে সেখান থেকে উদ্ধার করে সোজা জেলা মহিলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। পুলিশ জানিয়েছে, জ্ঞান ফেরার পরেই ওই তরুণী ঘটনা বিস্তারিত জানান।

Post a Comment

Previous Post Next Post