বিধায়ক পরেশ-সহ দুই তৃণমূল কাউন্সিলরকে আগাম জামিন দিল হাই কোর্ট, শর্ত রইল তিনটি


বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং দুই কাউন্সিলরকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করেছিলেন কাঁকুড়গাছিতে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। গাছ কাটা নিয়ে বিবাদের জেরে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। পরেশ ছাড়াও নাম জড়িয়েছিল ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষের। স্বপন আবার কলকাতা পুরসভার মেয়র পারিষদও (বস্তি) বটে। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত শর্তসাপেক্ষে এবং এক লক্ষ টাকার বন্ডে তিন জনের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছেন।

২০২১ সালে কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ খুন হন বলে অভিযোগ। সেই মামলায় সিবিআইয়ের অতিরিক্ত চার্জশিটে পরেশ, পাপিয়া এবং স্বপনের নাম ছিল। পরে তাঁদের বিরুদ্ধে পৃথক ভাবে খুনের চেষ্টার মামলা রুজু করেন অভিজিতের দাদা। অভিযোগ, গাছ কাটার নাম করে স্বপন, পাপিয়াদের গুন্ডাবাহিনী অভিজিতের বাড়ির এলাকা শীতলাতলা লেনে উপদ্রব করে। গাছ কেটে তাঁদের গ্যারাজের কাছে গাড়ির উপর ডাল ফেলে। এমনকি, এলাকার বিদ্যুতের তারের উপরও গাছের ডাল পড়ে। বিশ্বজিৎ জানান, গুন্ডাবাহিনী তাঁকে মারধর করেছিল এবং মেরে ফেলার হুমকি দিয়েছিল। পরেশ অবশ্য বিশ্বজিৎকে চেনেন না বলে দাবি করেন। নারকেলডাঙা থানায় পরেশ-সহ তিন জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেন বিশ্বজিৎ।

Post a Comment

Previous Post Next Post