বাঁশদ্রোণীতে স্ত্রীর উপর ছুরি নিয়ে হামলা, পলাতক স্বামী
পারিবারিক কলহকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনায় রক্তাক্ত হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে আজ সকাল প্রায় ৮টার সময় ব্রাহ্মণপুরে সুকুর আলির চায়ের দোকানের সামনে।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপুর প্লেসের এ–ওয়ান এলাকায় বাস করেন অসীমা নস্কর ও তাঁর স্বামী হরিপদ নস্কর। অসীমা নস্কর পেশায় গৃহকর্মী। স্বামীর সঙ্গে দীর্ঘদিন ধরেই তাঁর সম্পর্কের টানাপোড়েন চলছিল। হরিপদের সন্দেহ ছিল স্ত্রীর চরিত্র নিয়ে, যা থেকেই বারবার দাম্পত্য কলহ তৈরি হতো।
আজ সকালে প্রকাশ্যে দু’জনের মধ্যে উত্তপ্ত বাগবিতণ্ডার সময় হরিপদ হঠাৎই ছুরি বের করে অসীমার গলায় আঘাত করে। ঘটনাটি ঘটে তাঁর নাবালক ছেলের চোখের সামনে।
আহত অসীমাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। অপরদিকে অভিযুক্ত স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য তল্লাশি শুরু করেছে।
ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।