ভয়ঙ্কর দুর্ঘটনা! দুমড়ে মুচড়ে দু'টুকরো অটো! মৃত্যুমিছিলে হাহাকার, কান্নার রোল


ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-অটোর সংঘর্ষে মৃত্যুমিছিল। ঘটনায় শোকেরছায়া গোটা এলেকায়। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। 

শনিবার সকালে পাটনা জেলার দানিয়াওয়ানে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। গঙ্গায় স্নান করতে যাওয়ার সময়ই ঘটে যায় বীভৎস এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি দ্রুতগামী ট্রাক একটি অটোকে ধাক্কা দেয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে অটোটি টুকরো টুকরো হয়ে যায়।

দুর্ঘটনার পর ট্রাক চালক ট্রাকটি নিয়ে চম্পট দেয়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়, এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করে। আহতদের নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাটনায় রেফার করা হয়। ঘটনাস্থলে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মৃতদেহগুলি ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি আহতদের পাটনায় যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।  

পুলিস সূত্রে খবর, নিহতদের মধ্যে সাতজন মহিলা এবং একজন পুরুষ রয়েছেন। আহত ছয়জন, যাদের পাটনার হাসপাতালে চিকিৎসা চলছে। নিহতদের শনাক্ত করার কাজ চলছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। পলাতক ট্রাক চালকেরও খোঁজ চলছে।

Post a Comment

Previous Post Next Post