ধাক্কা দেওয়ার শাস্তি! পথচারীর এক থাপ্পড়ে মৃত্যু হাওড়ার ভ্যানচালকের


নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দেন ভ্যানচালক। তা নিয়েই বচসার সূত্রপাত। মেজাজ হারিয়ে ভ্যানচালককে সজোরে চড় মারেন ওই পথচারী। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভ্যানচালকের। হাওড়ার কোনায় এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ হাওড়ার বেনারস রোডে একটি হাই স্কুলের সামনে ভ্যানচালক অলোক নস্কর (৫৩) নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়েছিলেন পথচারী অসীম দাস (৫২)-কে। ভ্যানে টালি বোঝাই ছিল। কোনও কারণে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধাক্কা খেয়ে অসীম বচসায় জড়িয়ে পড়েন ভ্যানচালকের সঙ্গে। অভিযোগ, এক সময় মেজাজ হারিয়ে অলোককে সজোরে চড় মারেন অসীম। রাস্তায় লুটিয়ে পড়েন ওই ভ্যানচালক।

সূত্রের খবর, তাঁকে উদ্ধার করতে এগিয়ে যান স্থানীয়রা। তাঁকে জগদীশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত পথচারী অসীম দাসকে মারধর করেন এলাকার লোকজন। দাসনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে এবং থানায় নিয়ে যায়। জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁকে গ্রেপ্তারও করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা অসীমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের কথায়, ‘দুর্ঘটনা যে কোনও সময়ে ঘটতে পারে। তার জন্য মারধর করার দরকার ছিল না।’ তীব্র উত্তেজনা রয়েছে ওই এলাকায়।


Post a Comment

Previous Post Next Post