চোর ভেবে ধাওয়া, শিয়ালদহ থেকে ধৃত অস্ত্র-সহ যুবক


পুলিশকে দেখে দেদ্দার ছুট! আর তাতেই ঘনিয়ে এল সন্দেহ। ধরা পড়ল দুষ্কৃতী। স্টেশন সংলগ্ন শিয়ালদহ কোর্টের কাছে সাধারণত খুব ভিড়ভাড় থাকে সকালে। তখন বাজার বসে ওই চত্বরে। শিয়ালদহ চত্বরে মোবাইল ফোন চুরির ঘটনা অহরহ ঘটে।
বুধবারেও ওই যুবক পুলিশকে দেখে ছুটতেই, পুলিশও মোবাইল চোর ভেবেই তাড়া করে। কিন্তু কলার ধরে টেনে পাকড়াও করার পরে জানা যায়, সে চোর নয়। তার টি–শার্টের নীচে গোঁজা রয়েছে আগ্নেয়াস্ত্র। এক হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় অস্ত্র–সহ ওই দুষ্কৃতীকে পাকড়াও করে ট্র্যাফিক সার্জেন্টকে খবর দেওয়া হয়। তাকে গ্রেপ্তার করে এন্টালি থানার পুলিশ। ধৃতের নাম পঙ্কজ বিশ্বাস ওরফে মিষ্টি।

সুজিতরা ভাবেন নিশ্চয়ই মোবাইল চোর। দৌড়ে তাকে ধরতেই সুজিত খেয়াল করেন, যুবকের টি-শার্টের নীচে কিছু একটা লুকোনো রয়েছে। তল্লাশি চালালে দেখা যায়, কোমরে গোঁজা আগ্নেয়াস্ত্র। শিয়ালদহ ট্র্যাফিক গার্ডের সার্জেন্ট হিরণ্ময় সরকারকে গোটা বিষয়টি জানান।

Post a Comment

Previous Post Next Post