টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) তারকা ব্যাটার চেতেশ্বর পূজারা ক্রিকেটের যাবতীয় ফরম্য়াট থেকে অবসর (Cricketer Retirement) গ্রহণ করলেন। গত বছরই তিনি টিম ইন্ডিয়ায় প্রত্যাবর্তনের আশা প্রকাশ করেছিলেন। কিন্তু, নির্বাচকরা তাঁকে আর শেষ সুযোগ দিলেন না। ভারতীয় ক্রিকেট দলকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্য়াচে তিনি একা হাতে জিতিয়েছিলেন। ব্যাট হাতে করেছিলেন দুর্দান্ত পারফরম্য়ান্সও। টিম ইন্ডিয়ার ৩ নম্বর জায়গায় রাহুল দ্রাবিড়ের পর চেতেশ্বর পূজারাকেই সবথেকে নির্ভরযোগ্য ব্যাটার বলা হত। উইকেট যতই কঠিন হোক না কেন, বাঘা-বাঘা বোলারদের ঘুম কেড়ে নিতেন তিনি। পূজারার অবসরে ভারতীয় ক্রিকেটে এক অধ্যায়ের অবসান হল। টিম ইন্ডিয়ার হয়ে তিনি যে পারফরম্য়ান্স করেছেন, সেটা আগামীদিনে ভারতীয় ক্রিকেটারদের কাছে 'অনুপ্রেরণা' হয়ে থাকবে।
আবেগঘণ পোস্টে জানালেন বিদায়
ভারতীয় ক্রিকেটে চেতেশ্বর পূজারার অবদান যে কতখানি, সেটা হয়ত মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘণ পোস্ট করে তিনি অবসরের সিদ্ধান্ত সকলের সঙ্গে শেয়ার করেছেন। এই পোস্টে তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলার স্বপ্ন নিয়ে বলেছেন, 'টিম ইন্ডিয়ার জার্সি পরিধান করা, জাতীয় সংগীত গাওয়া এবং প্রত্যেকবার নিজের সেরা পারফরম্য়ান্সটা উজাড় করে দেওয়ার জন্য় মাঠে নামতাম। এই সকল অনুভূতিগুলো কয়েকটা শব্দে প্রকাশ করা সত্যিই খুব কঠিন। কিন্তু ওই যে একটা কথা আছে, ভালো জিনিসের সবসময়ই একটা পরিসমাপ্তি রয়েছে। সবাইকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে ক্রিকেটের যাবতীয় ফরম্য়াট থেকে আমি অবসর গ্রহণ করার সিদ্ধান্ত নিলাম।'