এশিয়া কাপের আগে আবার ‘গম্ভীর চাপ’, চাকরি গেল ভারতীয় দলে ১৫ বছর ধরে থাকা এক সহকারীর


অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ়ে ভরাডুবির পর ভারতীয় দলের ব্যাটিং কোচ অভিষেক নায়ার এবং স্ট্রেনথ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাইকে ছেঁটে ফেলেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এশিয়া কাপের আগে সরিয়ে দেওয়া হল গৌতম গম্ভীরের আরও এক সহকারীকে।

ভারতীয় দলের দীর্ঘ দিনের ম্যাসিওর রাজীব কুমারকে সরিয়ে দিল বিসিসিআই। প্রায় ১৫ বছর তিনি ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যুক্ত ছিলেন। ইংল্যান্ড সিরিজ় পর্যন্ত তাঁর সঙ্গে বোর্ডের চুক্তি ছিল। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাজীবের সঙ্গে নতুন করে আর চুক্তি করবে না বিসিসিআই। ভারতীয় দলের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ এক জনের পরামর্শে রাজীবের সঙ্গে নতুন করে চুক্তি করছে না বোর্ড। যুক্তি হিসাবে বলা হয়েছে, সাপোর্ট স্টাফেরা দীর্ঘ দিন ধরে দলের সঙ্গে থাকলে তাঁদের কার্যকারিতা কমে যায়। তাঁদের পক্ষে নতুন কিছু দেওয়া সম্ভব হয় না। কোচ গম্ভীরও নাকি দীর্ঘ দিন ধরে দলের সঙ্গে থাকা সহকারীদের আর চাইছেন না। মূলত কোচের ইচ্ছাতেই রাজীবকে সরিয়ে দেওয়া হল বলে জানা গিয়েছে।

Post a Comment

Previous Post Next Post