ভরা বর্ষায় আরও একবার কাঁপানো দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঘূর্ণাবর্তর দোসর হয়েছে মৌসুমী অক্ষরেখা। তারই জরে এবার দক্ষিণবঙ্গের ৮ জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহের একেবারে শুরুর দিক পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও।