জম্মুর কিশতোয়ারে সেনা-জঙ্গি গুলির লড়াই চলছে। গোপন সূত্রে খবর পেয়ে, আজ সকাল থেকে ডাল এলাকায় অভিযান শুরু করে ভারতীয় সেনা। ডালের বসতি এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর পায় সেনা জওয়ানরা। অভিযান শুরু হতেই পাল্টা গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এখনও দু'পক্ষের গুলির লড়াই চলছে। এবছরের পহেলগাঁও হামলা এবং তারপর অপারেশন সিঁদুরে ভারতের দেওয়া জবাব- বর্তমানে উপত্যকায় অত্যন্ত তৎপর নিরাপত্তাবাহিনী। গোপন জঙ্গি ঘাঁটি খুঁজে সেগুলি ধ্বংস করতে চলছে চিরুনি তল্লাশি। লুকিয়ে থাকা জঙ্গিদেরও নিকেষ করার প্রক্রিয়া চলছে।
এর আগে অপারেশন মহাদেব- এ শ্রীনগরের কাছে দাচিগাম এলাকায় ৩ জঙ্গিকে খতম করেছিল নিরাপত্তাবাহিনী। তাদের মধ্যে ২ জঙ্গি পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ছিল। এরা জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সদস্য বলেও জানা গিয়েছে। এই অভিযানের আগে হয়েছিল অপারেশন শিবশক্তি। এই অভিযানেও ২ জঙ্গিকে নিকেষ করেছিল নিরাপত্তাবাহিনী। পহেলগাঁও হামলার পর থেকে উপত্যকায় জঙ্গি দমনে আরও বেশি করে তৎপর হয়েছে নিরাপত্তাবাহিনী। জম্মু ও কাশ্মীর পুলিশের সহায়তায় একাধিক জায়গায় অভিযান চালাচ্ছে তারা।