ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা ! বড়ঞার TMC বিধায়ককে গাড়িতে তুলে বেরিয়ে গেল ED



কলকাতা: SSC নবম-দশম নিয়োগ-দুর্নীতি মামলায় এদিন সকালেই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বড়ঞার বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপর ম্যারাথন তল্লাশি শেষে এবার ফের জীবনকৃষ্ণকে গ্রেফতার করল ED. ব্যাঙ্কশাল আদালতে আনা হচ্ছে বড়ঞার তৃণমূল বিধায়ককে। বিধায়ক ও তাঁর আত্মীয়দের অ্যাকাউন্টে টাকা লেনদেনের প্রমাণ মিলেছে, খবর ED সূত্রে।

Post a Comment

Previous Post Next Post