হঠাৎ হাইকোর্টে অভিষেক, কারণ ঘিরে জোরদার জল্পনা!


হঠাৎই কলকাতা হাইকোর্টে হাজির হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকাল ১১টা নাগাদ আদালত চত্বরে আসেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। অভিষেকে আদালতে হাজির হওয়া নিয়ে নিয়ে শুরু হয় জোর জল্পনা। আদালত সূত্রে খবর, ডায়মন্ড হারবারে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া নির্বাচনী পিটিশনের পাল্টা হলফনামায় সই করার জন্যই হাইকোর্টে গিয়েছিলেন তিনি। প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরেই বিজেপি প্রার্থী অভিজিৎ দাস কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ “ভোটের নামে ডায়মন্ড হারবারে প্রহসন হয়েছে।” কিছুদিন আগেই বিজেপি নেতা অনুরাগ ঠাকুর অভিযোগ করেন, ডায়মন্ড হারবারে কয়েক লক্ষ ভুয়ো ভোটার রয়েছে। একই ইস্যুতে ফের মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বিধানসভা ভোটের আগে পুরনো এই বিতর্ক ফের মাথাচাড়া দিয়ে উঠায় রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Post a Comment

Previous Post Next Post