আলিপুরদুয়ার: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। উত্তরবঙ্গে এবার ভালো ফলের জন্য আরও জোর দিচ্ছে তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন কোচবিহার ও আলিপুরদুয়ারের দলীয় নেতৃত্ব ও বিধায়কদের নিয়ে বৈঠক করেন। আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা আসনের সবক’টিই এবার জিততে হবে। আলিপুরদুয়ারের দলীয় নেতৃত্বকে সেই টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে জয়ে খুশি তিনি।
এদিন কলকাতার ক্যামাক স্ট্রিটের অফিসে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেন। উত্তরবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে হবে। এই লক্ষ্যে ঝাঁপাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তার মুখোমুখি হতে হচ্ছে। বাংলাদেশি বলে পরিযায়ী শ্রমিকদের দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বাংলার পরিযায়ী শ্রমিকদের মারধর করে অর্থও ছিনিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। বহু পরিযায়ী শ্রমিক ফিরে আসছেন বাংলায় নিজের বাড়িতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদে সোচ্চার হয়ে ‘ভাষা আন্দোলনের’ ডাক দিয়েছেন। আগামী দিনে প্রচারে এই ইস্যুকে আরও সামনে এনে বিজেপিকে বিঁধবে তৃণমূল। এমনই মনে করছে রাজনৈতিক মহল।