আর কয়েকঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই শুরু হয়ে যাবে সুপার কাপ (Super Cup 2025) টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে প্রথম দিনই খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একটা দারুণ সুখবর সবুজ-মেরুন শিবিরে কার্যত সুনামি ঢেউয়ের মতো আছড়ে পড়েছে। প্রথম ম্য়াচের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন দলের তারকা উইঙ্গার মনবীর সিং (Manvir Singh)। মনবীর দলে থাকলে উইং আক্রমণ নিয়ে মলিনার চিন্তা যে কিছুটা হলেও কমবে, তা বলা যেতেই পারে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গোয়ায় পা রেখেছে মোহনবাগান সুপার জায়ান্ট। বিমানবন্দর থেকে বাগানের ফুটবলাররা সোজা টিম বাসে চেপে হোটেলে এসে পৌঁছন। জানা গিয়েছে, হোটেলের লনেই মনবীর সিং কিছুটা হলেও গা ঘামিয়ে নিয়েছেন। সঙ্গে ছিলেন বাগানের বাকি ফুটবলাররাও। সবমিলিয়ে গোটা সবুজ-মেরুন ব্রিগেড যে আপাতত বেশ চনমনে মেজাজে রয়েছে, তা বলা যেতেই পারে।
এদিকে, সুপার কাপে খেলতে নামার আগে মোহনবাগান সুপার জায়ান্টের ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো তিনটে অনুশীলন ম্য়াচ খেলার সুযোগ পেয়েছেন। গোটা দলের জন্যই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। প্র্যাকটিসের পর রবসন স্বীকার করছিলেন, গত ৫ মাস ধরে তিনি কোনও ম্য়াচ খেলেননি। স্পষ্ট জানালেন, 'অনেকদিন ধরে আমি কোনও ম্য়াচ খেলিনি। সেটাও প্রায় ৫ মাসের মতো সময় হবে। টানা ৯০ মিনিট কোনও ম্য়াচে আমি খেলার সুযোগ পাইনি। এই তিনটে ম্য়াচ আমাকে খুব সাহায্য করল। আশা করছি, সুপার কাপে একেবারে ফিট হয়েই মাঠে নামতে পারব।'
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'অ্যাটাকিং মিডফিল্ডার ও লেফট উইঙ্গারে আমি খেলতে পারি। এই দুই পজিশনে খেলতেই আমি পছন্দ করি। গত তিন ম্যাচের তুলনায় আরও ভালো ফিট হচ্ছি। আরও অনুশীলন করতে চাই প্রথম একাদশে থাকার জন্য। কোচের হাতে বিদেশি নিয়েও একাধিক অপশন আছে। আমি প্রত্যেকদিনে উন্নতি করছি। আশা করব প্রথম একাদশে সুযোগ পেয়ে গোল করে ও অ্যাসিস্ট করে দলকে আরও সাহায্য করতে পারব।'