পর্দায় অভিনয় করে সকলের মুখে হাসি ফোটাতেন। শনিবার সেই হাসির কারণই হারিয়ে গেল। ৭৪ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় কৌতুকাভিনেতা সতীশ শাহ। বলিপাড়া সূত্রে খবর, কিডনির অসুখে মারা গিয়েছেন তিনি।
১৯৫১ সালের জুন মাসে মুম্বইয়ে জন্ম সতীশের। গোড়া থেকেই অভিনয় নিয়ে কেরিয়ার গড়বেন বলে স্থির করেছিলেন তিনি। তাই স্কুল-কলেজের পড়াশোনা শেষ করে তিনি মুম্বই ছেড়ে চলে গিয়েছিলেন পুণেতে।
পুণেতে গিয়ে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় অভিনয়ের প্রশিক্ষণ নেওয়ার জন্য ভর্তি হয়েছিলেন তিনি। সত্তরের দশক থেকেই বড় পর্দায় অভিনয় করা শুরু করেছিলেন। হিন্দি ভাষার পাশাপাশি মরাঠী এবং কন্নড় ভাষার ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।
তবে পুণের খ্যাতনামী প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করলেও পেশাগত জীবনে বিশেষ লাভ হয়নি সতীশের। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, তাঁর নায়কসুলভ চেহারা ছিল না বলে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেতেও প্রচুর কাঠখড় পোড়াতে হত।