একের পর এক সরকারি হাসপাতালে নারী নিগ্রহ, ক্ষোভ উগরে একগুচ্ছ দাওয়াই মুখ্যমন্ত্রীর


একের পর এক সরকারি হাসপাতালে নারী নিগ্রহ নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের নবান্নের বৈঠকে সরকারি হাসপাতালে নারী নিগ্রহ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে নজরদারি থেকে এজেন্সির ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। সবাইকে সচিত্র পরিচয়পত্র গলায় ঝুলিয়ে কর্তব্য পালনের নির্দেশ মুখ্যমন্ত্রীর। পুরুষদের শৌচাগারে কীভাবে নিয়ে যাওয়া হল নাবালিকাকে, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। নিরাপত্তাকর্মী নিয়োগের আগে আরও কড়া নজরদারির গুরুত্বের কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। বেসরকারি নিরাপত্তাকর্মী নিয়োগের আগে পুলিশ ভেরিফিকেশনের ওপরেও জোর দিয়েছেন মমতা। আজকের বৈঠকে সিসিটিভি নজরদারি নিয়েও ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, কোন হাসপাতালে কত সিসিটিভি রয়েছে? কটি অকেজো হয়ে পড়ে রয়েছে? সেগুলি ঠিক করতে কত খরচ? তার খসড় প্রস্তাব রাজ্যকে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে। 

ত্রিপুরায় কর্তব্যরত অবস্থায় আক্রান্ত থানার ওসি! দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া থানার ওসি শিবুরঞ্জন দে শুক্রবার রাতে কালীপুজোর বিসর্জনে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে বেধড়ক মার খেয়েছেন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, সাউন্ড বক্স বন্ধ করতে বলায় বিতর্কের সুত্রপাত। পুজো কমিটির সদস্যরা তাঁকে মাটিতে ফেলে পেটায়। ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। সংঘর্ষের সময় সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত হয়। ভিডিও ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, দায়িত্বে থাকা অফিসারের উপর হামলা গুরুতর অপরাধ। বিজেপি শাসিত রাজ্যে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।

Post a Comment

Previous Post Next Post