গুড়াপে জাতীয় সড়কে দুর্ঘটনা, মৃত ৩ মৃৎশিল্পী


গুড়াপে ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। মৃত তিন মৃৎশিল্পী। ছোট ট্রাকে চেপে তাঁরা আসানসোল থেকে কলকাতায় ফিরছিলেন। ট্রাকটি একটি ছোট চারচাকা গাড়িতে ধাক্কা মারে। শনিবার ভোরে গুড়াপ থানা এলাকায় দুর্গাপুর জাতীয় সড়কের ডানকুনিমুখী লেনে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়য় গুড়াপ থানার পুলিশ। তারাই আহতের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম বিভাস মণ্ডল (৩০), নিমাই দাস (৩৮) এবং কৌশিক মণ্ডল (২৮)। বিভাসের বাড়ি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ থানা এলাকায়। নিমাইয়ের বাড়ি কলকাতার রবীন্দ্র সরোবর থানা এলাকায়। উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানা এলাকার বাসিন্দা কৌশিক। কী ভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ট্রাকটির গতি অত্যন্ত বেশি ছিল। যার জেরে সামনে থাকা চারচাকা গাড়িতে ধাক্কা মারে ট্রাকটি। এর পরেই ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

বিকট আওয়াজে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই আহতের উদ্ধার করে স্থানীয় থানায় খবর দেন। পুলিশ গিয়ে আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ আরও জানিয়েছে, ইতিমধ্যেই মৃতদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি আরও খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় ছোট ট্রাকটি যে গাড়িটিকে ধাক্কা মেরেছিল তার কোনও খোঁজ নেই। তার খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post