প্যারিসের লুভ্র জাদুঘরে ঢুকে ফরাসি সম্রাজ্ঞীদের গয়না চুরি করে চম্পট দিয়েছিলেন চার জন। ঘটনার এক সপ্তাহ পরে, রবিবার দু’জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। ফরাসি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে জানিয়েছে বিবিসি। প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দর থেকে উড়ান ধরে পালানোর চেষ্টা করছিলেন এক জন। বিবিসির সূত্রে খবর, সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। দ্বিতীয় জনকে প্যারিসেই কিছু ক্ষণ পরে ধরে ফেলে পুলিশ।
ফ্রান্সের ‘ল্য পারিসিয়ঁ’ সংবাদপত্র বলছে, ধৃত দু’জনই প্যারিসের উপকণ্ঠে স্যেঁন-স্যঁত-দেনির বাসিন্দা। শনিবার এক জন বিমানবন্দর থেকে উড়ান ধরার চেষ্টা করছিলেন। তদন্তকারীদের একাংশের সূত্রে খবর, ওই ব্যক্তি পালানোর চেষ্টা করছিলেন। তখনই তিনি ধরা পড়েন বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরির ঘটনায় চার জন জড়িত ছিলেন। এখনও দু’জন ধরা পড়েননি।
গত রবিবার সকালে জাদুঘরে ঢুকবেন বলে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন বহু মানুষ। আচমকাই খবর মেলে, লুভ্রের জাদুঘরের অ্যাপোলোঁ গ্যালারি থেকে চুরি গিয়েছে বহু কিছু। ফ্রান্সের মন্ত্রী রাচিদা দাতি জানান, ‘ডাকাতি’ হয়েছে। লাইনে দাঁড়িয়ে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রক এ বার জানিয়েছে, রবিবার ঠিক কী কী চুরি গিয়েছে অ্যাপোলোঁ গ্যালারি থেকে। তারা জানিয়েছে, মোট আটটি গয়না চুরি গিয়েছে। তার মধ্যে রয়েছে ফ্রান্সের রানি মারি আমেলি এবং রানি হোর্তঁসের টিয়ারা বা মুকুট, কানের দুল, নীলার নেকলেস।
জল্পনা তৈরি হয়েছিল, তৃতীয় নেপোলিয়ানের স্ত্রী ইউজিনের মুকুট চুরি করে পালিয়েছে চোরেরা। ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে, যাওয়ার সময়ে মুকুটটি পথে ফেলে পালিয়েছে তারা। ওই গ্যালারিতে ছিল ‘রিজেন্ট’ হিরে। সদবি নিলামঘরে তার দাম ধার্য হয়েছিল ৬ কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৫০০ কোটি টাকারও বেশি।
১৬৬১ সালে চতুর্দশ লুই এই অ্যাপোলোঁ গ্যালারি তৈরি করিয়েছিলেন। সোনালি পাতা দিয়ে সাজানো হয়েছে জাদুঘরের দেওয়াল। দেওয়ালে রয়েছে দামি ছবি। সেই হলে ঢুকেই ডাকাতি করে চোরেরা। পুলিশের একটি সূত্রে বলছে, জাদুঘরের যে দিকে শ্যেন নদী রয়েছে, সেই অংশে সংস্কারের কাজ চলছিল। ওই অংশে থাকা একটি লিফটের সাহায্যেই ভিতরে প্রবেশ করেন অভিযুক্তেরা। সেই লিফটে করে তাঁরা পৌঁছে যান নির্দিষ্ট ঘরে, যেখানে রাখা ছিল ওই গয়না।