কোচবিহারে আক্রান্ত বিজেপি বিধায়ক মালতী রাভা রায়। দুর্গাপুর কাণ্ডের প্রতিবাদে তুফানগঞ্জে বিজেপির প্রতিবাদ কর্মসুচি। সেই কর্মসুচি থেকেই বিজেপি বিধায়ককে হেনস্থার অভিযোগ। বিজেপি বিধায়ককে ঘিরে গো ব্যক স্লোগান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। গত ৬ অক্টোবর নাগরাকাটাতে আক্রান্ত হন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদা উত্তরের সংসদ খগেন মুর্মু। ফের বিজেপি নেতৃত্বের উপর হামলার ঘটনায় রাজ্যে জুড়ে চূড়ান্ত শোরগোল পড়ে গিয়েছে।