কী অভিযোগ?
সংবাদমাধ্যম সূত্রের খবর, মঙ্গলবার রাত ৯টার পরে ওই বাড়িতে জোর করে ঢোকে ৫ জনের একটি দল। ওই বাড়িতে তরুণী ছাড়া আরও দুই প্রাপ্ত বয়স্ক এবং দুই নাবালক থাকে। রাত ৯টা থেকে রাত ১২টার মধ্যে তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। মঙ্গলবার রাত সাড়ে ১২টা নাগাদ পুলিশের কাছে ফোন যায়। সেই ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেঙ্গালুরু পুলিশ।
বেঙ্গালুরু গ্রামীণের পুলিশ সুপার সিকে বাবা জানিয়েছেন, শুধু গণধর্ষণই নয়, ২৫ হাজার টাকা এবং ২টি মোবাইল ফোন লুট করার অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তরা স্থানীয় বাসিন্দা। তরুণীএবং অভিযুক্তরা পরস্পরের পরিচিত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তরুণী আপাতত বিপদমুক্ত বলে জানিয়েছে পুলিশ। বেঙ্গালুরু গ্রামীণের পুলিশ সুপার সিকে বাবা বলেছেন, এই ঘটনার তদন্ত করতে ডেপুটি পুলিশ সুপার পদ মর্যাদার এক অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৩টি আলাদা আলাদা বিশেষ টিম গঠন করা হয়েছে। বুধবার সকালের মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দুই অভিযুক্তের খোঁজ করছে পুলিশ।