আজ ভাইফোঁটা! ভাইফোঁটার সকালে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যবাসীকে ভ্রাতৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে নিজের লেখা ও সুরে একটি গান সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এনেছেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে নিজের লেখা ও সুরে তৈরি গানের ২৫ সেকেন্ডের একটি মিউজিক ভিডিও পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, মঙ্গলদীপে জ্বলুক শিখা", শীর্ষক গানটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী।
ভাইফোঁটায় নিজের লেখা ও সুরে গান প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটি গেছেন গায়িকা ঐতিহ্য। মঙ্গলবার সকালে রাজ্যবাসীকে ভাইফোঁটার শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী নিজের লেখা ও সুরে সেই গানটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী এদিন লিখেছেন, "ভ্রাতৃতীয়ায় সবাইকে আমার শুভেচ্ছা। আমার কথা ও সুরে ঐতিহ্যের কন্ঠে ছোট্ট নিবেদন।"
এর আগেও নানা অনুষ্ঠানে বিশেষ করে পুজো-পার্বণের সময় মুখ্যমন্ত্রীকে গান লিখতে ও সুর করতে দেখা গিয়েছে। এবার ভাইভোঁটায় নতুন গান মমতার। গান লেখার পাশাপাশি কবিতা, ছড়া, গল্প লেখাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃজনশীলতা চমকে দেওয়ার মতো। ছবি আঁকাতেও পারদর্শী তিনি। এবারের দুর্গাপুজোর সময়েও গান লিখেছিলেন মুখ্যমন্ত্রী।
তারপর কালীপুজোর সময়ে এক্স হ্যান্ডেলে প্রায় দুই মিনিটের একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর লেখা ও সুরে সেই গান গেয়েছিলেন প্রখ্যাত গায়িকা শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এদিকে আজ বাংলার কিংবদন্তি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ দিবস। নিজের লেখা ও সুরে গান প্রকাশ্যে আনার পাশাপাশি এদিন প্রয়াত সাহিত্যিকের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী।