ছটপুজো উপলক্ষে এ বছরও সাধারণের জন্য বন্ধ রাখা হবে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। জলদূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ (কেএমডিএ)। আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি ঘোষণা করা হবে।
জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী, গত কয়েক বছর ধরেই দুই সরোবরে ছটপুজোর অনুষ্ঠান নিষিদ্ধ। সেই নির্দেশ মেনেই এ বছরও সরোবর দুটি বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। ২০২২ সালে নির্দেশ লঙ্ঘনের ঘটনা ঘটায় এ বছর নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছে কেএমডিএ।
দুই সরোবরে প্রায় ৩০০ পুলিশ মোতায়েন থাকবে। নিরাপত্তা তদারকির দায়িত্বে থাকবেন দু’জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। সরোবরের চারপাশে কড়া নজরদারির পাশাপাশি প্রবেশপথে বিশেষ পুলিশবাহিনী থাকবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, সরোবর দুটি বন্ধ থাকায় সাধারণ ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য তৈরি করা হয়েছে ৩৯টি অস্থায়ী ঘাট। সুভাষ সরোবর সংলগ্ন এলাকায় বিকল্প ঘাট নির্মাণের দায়িত্ব নিয়েছে কলকাতা পুরসভা। প্রতিটি ঘাটেই থাকবে পোশাক পরিবর্তনের জন্য অস্থায়ী তাঁবু, বায়ো-টয়লেট এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা।
কেএমডিএ সূত্রে খবর, পুজো শেষে পাঁচ ঘণ্টার মধ্যেই সমস্ত ঘাট পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভাকে। পরিবেশ আদালতের নির্দেশ মান্য রেখে যাতে ধর্মীয় অনুষ্ঠান ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষা করা যায়, সেই দিকেই জোর দিচ্ছে প্রশাসন।