সন্তান মাধ্যমিক দিলে দায়িত্বে থাকবেন না ডিআই-এসআই, বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ


জেলা পরিদর্শক (ডিআই) বা বিদ্যালয় পরিদর্শকদের (এসআই) সন্তানরা ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় বসলে সংশ্লিষ্ট ডিআই এবং এসআইরা পরীক্ষা ব্যবস্থায় যুক্ত থাকতে পারবেন না। এটি ফের মনে করিয়ে দিয়ে শনিবার বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোন কোন ডিআই-এসআইয়ের সন্তান মাধ্যমিক পরীক্ষায় বসছে, পর্ষদকে তা জানাতে হবে।
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, “ডিআই, এসআই-দের সন্তানরা মাধ্যমিক পরীক্ষা দিলে তাঁরা পরীক্ষা ব্যবস্থায় জড়িত থাকতে পারেন না। এ ক্ষেত্রে সাধারণত তাঁরা পর্ষদকে জানিয়ে পরীক্ষা ব্যবস্থা থেকে সরে দাঁড়ান। কিন্তু গত বছর এক অনভিপ্রেত ঘটনা ঘটে যাওয়ায় এই বিজ্ঞপ্তি দিতে পর্যদ বাধ্য হল।”

Post a Comment

Previous Post Next Post