শৈলশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতে শোভন-বৈশাখী, তৃণমূলে কাননের ‘ঘর ওয়াপসি’?


বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে গত কয়েকদিন ধরে সেখানেই রয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেখানেই দলনেত্রীর সঙ্গে বৈঠক করলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। এই বৈঠকের পর শোভনের তৃণমূলে ঘর ওয়াপসি স্রেফ সময়ের অপেক্ষামাত্র, এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 
শোভন চট্টোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই সুমধুর। প্রতি ভাইফোঁটায় দলনেত্রীর কালীঘাটের বাড়িতে গিয়ে ফোঁটা নেন তিনি। তবে মাঝে খানিকটা দূরত্ব বেড়েছিল তাঁদের। বিজেপিতে যোগ দিয়েছিলেন শোভন। যদিও খুব অল্প সময়েই মোহভঙ্গ হয় মুখ্যমন্ত্রীর প্রিয় কাননের। তারপর দীর্ঘদিন তিনি সক্রিয় রাজনীতি থেকে দূরে। তবে সময়ের সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের অনেকটাই উন্নতি হয়েছে। গতবছরও ভাইফোঁটা নিতে বৈশাখীকে সঙ্গে নিয়ে ‘দিদি’র কাছে গিয়েছিলেন তিনি। সামনেই ভাইফোঁটা, তার আগে এবার পাহাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন শোভন-বৈশাখী। 
জানা গিয়েছে, বুধবার সকালের বিমানে উত্তরবঙ্গ যান শোভন-বৈশাখী। বিকেল সাড়ে চারটে নাগাদ রিচমন্ড হিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন তাঁরা। সূত্রের খবর, হাসি-মজা-আড্ডার পাশাপাশি কথা হয় রাজনীতি নিয়েও। শোনা যাচ্ছে, বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করতে চাইছেন শোভন। দিন কয়েক আগে তৃণমূলে ফিরতে চেয়ে তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন প্রাক্তন মেয়র। তারপর দলনেত্রীর সঙ্গে এই সাক্ষাৎ অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। রাজনৈতিক মহলের দাবি, শোভনের তৃণমূলে ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। বিধানসভা নির্বাচনে টিকিটও কি পাবেন শোভন? তুঙ্গে জল্পনা।      

Post a Comment

Previous Post Next Post