কসবা আইন কলেজে গণধর্ষণ-কাণ্ডে প্রথমবার কোনও অভিযুক্তের জামিন মঞ্জুর করল আদালত । সোমবার আলিপুর সেশনস কোর্টের ভ্যাকেশন বেঞ্চ এই জামিনের নির্দেশ দিয়েছে৷
কসবা গণধর্ষণ-কাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র৷ তৃণমূল ছাত্র পরিষদের নেতা তথা ওই আইন কলেজের প্রাক্তন ছাত্র এবং অস্থায়ী কর্মী ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে৷ তাঁকে পুলিশ গ্রেফতার করে৷ মনোজিৎকে মদত দেওয়ার অভিযোগ ওঠে দুই ছাত্রের বিরুদ্ধে৷ তাদেরও গ্রেফতার করে পুলিশ৷ ধর্ষণের ঘটনাটি ঘটেছিল কলেজের নিরাপত্তারক্ষীর ঘরে৷ পরে পিনাকী বন্দ্যোপাধ্যায় নামে ওই নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করে পুলিশ৷
ঘটনার প্রায় সাড়ে তিনমাস পর জামিন পেলেন গ্রেফতার হওয়া চারজনের একজন৷ যিনি জামিন পেয়েছেন তাঁর নাম পিনাকী বন্দ্যোপাধ্যায়৷ অর্থাৎ ওই কলেজের নিরাপত্তারক্ষী৷ তাঁকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আদালত৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়দার বাসিন্দা পিনাকী কাজের সূত্রে কসবায় ভাড়া থাকতেন । এই মামলার তদন্তে শুরু থেকেই প্রশ্ন উঠেছিল তাঁর ভূমিকা নিয়ে ৷ গণধর্ষণের দিন তিনি কী করছিলেন, কেন তিনি বাধা দেননি, কেন কলেজ কর্তৃপক্ষকে কিছু জানাননি? এই সব প্রশ্ন সামনে এসেছে ৷