মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে মোটর বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হবিবপুরের কাতলাপুকুর গ্রামে। মৃতেরা সম্পর্কে ভাইরা ভাই।
এদিকে দুই জামাইয়ের এমন মর্মান্তিক ঘটনায় ভেঙে পড়েছে শ্বশুরবাড়ির লোকেরা। দুর্ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় ওই দুইজনের দেহ বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে আনার ব্যবস্থা করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসকেরা ওই দুজনের মৃত্যুর কথা জানিয়ে দেন। পরে ওই দুজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজের মর্গে ।
পুলিশ ওই স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সঞ্জয় মার্ডি (২৬) এবং নগেন কিস্কু (২৪) । প্রথমজনের বাড়ি হবিবপুর ব্লকের শিমুলঝুড়ি এলাকায়। অপরজনের বাড়ি কাঠালবনপুর এলাকায়। তাদের শ্বশুরবাড়ি কানতুর্কা এলাকায়। এদিন সকালে একটি মোটর বাইকে ওই দুই জামাই তার শ্বশুরবাড়ির পুকুর থেকে মাছ ধরে বুলবুলচন্ডী এলাকার বাজারে বিক্রি করতে গিয়েছিল।
মাছ বিক্রির পর মোটর বাইক নিয়ই ওরা নিজেদের বাড়ি ফিরছিল। মোটরবাইকটি চালাচ্ছিলেন সঞ্জয়। কিন্তু কাতলাপুকুর এলাকার দ্রুতগতিতে মোটরবাইকটি এসে রাজ্য সড়কের পাশের একটি গাছের গোড়ায় সজোরে ধাক্কা মারে। এরপর দুজনেই ছিটকিয়ে পড়ে মাথায় চোট পায়। এই ঘটনার পরে স্থানীয়রা ছুটে আসলে, তাঁদের উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু হাসপাতালে চিকিৎসকেরা ওই দুজনের মৃত্যুর কথা জানিয়ে দেয়।