অনুমোদনহীন টোটো বিক্রিতে নিষেধাজ্ঞা জারি পশ্চিম বর্ধমানে


আসানসোল: পশ্চিম বর্ধমান জেলায় অনুমোদনহীন টোটো বিক্রির উপরে কড়া নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন। বৃহস্পতিবার টোটোর ডিলারদের বৈঠক ডেকে এ কথা জানিয়ে দিয়েছেন জেলাশাসক এস পোন্নমবলম। এখানেই শেষ নয়। জেলাশাসক আরও জানিয়েছেন, অনুমোদনহীন টোটো বিক্রি করা হলে এবং প্রশাসন তা জানতে পারলে ওই ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি রাজ্যের পরিবহণ দপ্তর টোটো সংক্রান্ত যে নির্দেশিকা জারি করেছে, তা এখনই কার্যকর করার নির্দেশ দিয়েছেন তিনি। সম্প্রতি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, টোটোকেও এ বার থেকে পরিবহণ দপ্তরে নিবন্ধীকরণ করাতে হবে। এই সিদ্ধান্তের পরেই নড়েচড়ে বসেছে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন।

বৃহস্পতিবার এই বিষয়ে জরুরি প্রশাসনিক বৈঠক ডাকেন জেলাশাসক। সেই বৈঠকেই অনুমোদনহীন টোটো বিক্রির বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা বলেছেন। তিনি। এ দিন জেলাশাসক আরও জানিয়েছেন, এমন অভিযোগ পাওয়া গিয়েছে যে, সরকারি অনুমোদনহীন টোটো বিক্রি করা হচ্ছে শহরে। এই বেনিয়ম বরদাস্ত করা হবে না। এখনও শহরের বিভিন্ন এলাকায় অনুমোদনহীন টোটো চলাচল করছে। পরিবহণ দপ্তরের নির্দেশে এ সব টোটোকে অস্থায়ী রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে। তবে দু'বছরের মধ্যে এই অনুমোদনহীন টোটোচালকদের অনুমোদন-যুক্ত টোটো কিনতে হবে। জেলায় সমস্ত টোটোর রেজিস্ট্রেশন বা নিবন্ধীকরণের কাজ ৩০ নভেম্বরের মধ্যে শেষ করে ফেলা হবে। তার পরে পরিবহণ দপ্তর, পুলিশ, পুরসভা ও জেলা প্রশাসনের আধিকারিকরা যৌথ বৈঠকে টোটোর নির্দিষ্ট রুট ঠিক করবেন।

এ দিনের বৈঠকে উপস্থিত জেলা পরিবহণ দপ্তরের সদস্য তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, রুটিরুজির উদ্দেশ্যে বেকার যুবকরা টোটো নিয়ে পথে নেমেছেন। কিন্তু সরকারের নির্দিষ্ট নিয়ম মেনেই টোটো চালাতে হবে। কারণ, যাত্রী নিরাপত্তার স্বার্থেই রাজ্য পরিবহণ দপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে। এ ক্ষেত্রে কোনও বেনিয়ম রকম মানা হবে না। উল্লেখ্য, পশ্চিম বর্ধমান জেলায় প্রায় ২৭হাজার টোটো চলাচল করে।

Post a Comment

Previous Post Next Post