বিকট শব্দ! বাড়ির ভিতরে ঢুকে গেল বাস! মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ৩ জন!


পূর্ব বর্ধমান: চোখের পলকে এক ভয়ঙ্কর দুর্ঘটনা! পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল যাত্রীবাহী বাস।

এই দুর্ঘটনায় আহত হয়েছেন চালক, খালাসি সহ ৫ জন। পুলিশ সূত্রে খবর গিরি নগর এলাকায় আজ সকালে ট্রাকের সঙ্গে মেমারিগামী যাত্রী বোঝাই বাসের ধাক্কা লাগে, তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির মধ্যে ঢুকে যায় বাসটি। 

আহতদের প্রথমে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছে। বাসের ধাক্কায় বাড়ির সামনের অংশের ক্ষতি হয়েছে।   

Post a Comment

Previous Post Next Post