রাজধানীতে আইইডি বিস্ফোরণের ছক বানচাল, গ্রেফতার ২ আইসিস জঙ্গি!


দিল্লিতে (Delhi) ফিদাঁয়ে হামলার ছক পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর! পর্দা ফাঁস করল দিল্লি পুলিশ (Delhi Police)। শুক্রবার সকালে আইসিসের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ (2 isis terrorists arrested from delhi)। প্রাথমিকভাবে জানা গিয়েছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর মদতে ভারতে এসে কাজ করছিল ওই দু’জন। রাজধানীতে বড়সড় হামলার পরিকল্পনা ছিল তাদের। সেইমতো অনেক দূর কাজ এগিয়েছে বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা। কোথায়, কবে হামলার ছক কষা হচ্ছিল, কীভাবে পরিকল্পনা বাস্তবায়িত করার ব্লু প্রিন্ট তৈরি হয়েছে, আর কারা কারা এর সঙ্গে যুক্ত আছে সবটাই জানার চেষ্টা চলছে ধৃত জঙ্গিদের কাছ থেকে।

Post a Comment

Previous Post Next Post