ধন ত্রয়োদশী বা ধনতেরসে গৃহের মঙ্গলের জন্য মূল্যবান ধাতু ক্রয় করার রীতি অনেক পুরোনো। সোনা-রুপোর মতো ধাতুর দাম বেড়ে যাওয়ায় এই বছর সোনার দোকানে ভিড়ের ছবি খানিক ফিকে হয়ে গিয়েছে। তাই ধনতেরসে গয়না কেনার সাধ থাকলেও দাম শুনে পিছিয়ে আসছেন মানুষ। অগত্যা, ঝাঁটা বা নুন কিনেই ধনতেরসে কেনাকাটার সাধ মেটাচ্ছেন তাঁরা।
ধনতেরসে কেনাকাটা করা কয়েক বছর আগে পর্যন্তও বাঙালিদের মধ্যে তেমন প্রচলিত ছিল না। তবে, এখন ধনতেরসে কেনাকাটা বেড়েছে বাঙালিদের মধ্যে। এই বছর শনিবার ও রবিবার দু’দিন ধরে পড়েছে ধনতেরসের তিথি। ধনতেরস উপলক্ষে লক্ষ্মী, ধন্বন্তরী এবং ধনসম্পদের দেবতা কুবেরের পুজো করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, দেবী লক্ষ্মী পরিচ্ছন্নতা এবং শুদ্ধতা পছন্দ করেন। সেই জন্যই দেবীকে সন্তুষ্ট করতে ধনতেরসে অনেকে ঝাঁটা কেনেন। পাশাপাশি, অনেকে মনে করেন ধনতেরসে নুন কিনলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে পরিবার। এ ছাড়াও প্রচলিত বিশ্বাস, নুন কিনলে অশুভ শক্তির হাত থেকেও পরিবারকে রক্ষা করা যায়।