বিহার বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সমস্তিপুরের একটি জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্য রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্ব বহন করছে। পদ্মের বীজের মালা পরিধান করে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'মিথিলার মনোভাব এবং সমস্তিপুরের উৎসাহ নিশ্চিত করছে যে বিহার নতুন গতিতে এগিয়ে যাচ্ছে।
শুক্রবার (২৪ অক্টোবর) তিনি লালু যাদব পরিবারকে কটাক্ষ করে বলেন, "এরা জামিনে থাকা মানুষ এবং চুরির মামলায় যুক্ত।" তিনি আরও বলেন, "আমাদের সরকার দরিদ্রদের সেবা করছে। এনডিএ সরকার দরিদ্রদের জন্য স্থায়ী ঘর, বিনামূল্যে খাদ্যশস্য, নিরাপদ পানীয় জল এবং শৌচাগারসহ সকল সুযোগ-সুবিধা প্রদান করছে।"
প্রধানমন্ত্রী মোদী নীতীশ কুমারের সাফল্যকেও স্মরণ করান এবং জানান যে এবারও বিহারে সুশাসনের সরকার গঠিত হবে। তিনি বলেন, "আমাদের মতো মানুষ যারা পিছিয়ে পড়া এবং দরিদ্র পরিবার থেকে এসেছেন, তারা আজ এই মঞ্চে দাঁড়িয়ে আছেন। কর্পুরীজির অবদান এবং দেশপ্রেম আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। আমরা ভাগ্যবান যে তাঁকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করার সুযোগ পেয়েছি।"
ওবিসি কমিশনের সাংবিধানিক মর্যাদা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, "এটির দাবিও এনডিএ সরকার পূরণ করেছে। নতুন জাতীয় শিক্ষা নীতিতে স্থানীয় ভাষায় শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা সুশাসনকে সমৃদ্ধিতে রূপান্তরিত করছি।"
প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যে রাজনৈতিক সমালোচনা, দরিদ্র এবং পিছিয়ে পড়া শ্রেণীর কল্যাণ এবং শিক্ষা সংস্কারের ওপর জোর দেওয়া হয়েছে। সমস্তিপুরে মোদীর এই বক্তৃতা নির্বাচনের প্রাক্কালে এনডিএ সরকারের প্রচারকে আরও শক্তিশালী করেছে।