ফের মেট্রোয় বিভ্রাট! কাজের দিনে ফের ভোগান্তির শিকার যাত্রীরা। বুধবার দুপুরে কলকাতা মেট্রোর ব্লু লাইনে আংশিকভাবে পরিষেবা ব্যাহত হয় ট্র্যাকে ফাটল ধরা পড়ায়। ঘটনাটি ঘটে এমজি রোড মেট্রো স্টেশনের কাছাকাছি।
জানা গিয়েছে, দুপুর প্রায় ১২টা ৪৫ মিনিট নাগাদ এই ত্রুটি ধরা পড়ে। এরপর ময়দান থেকে দমদমের মধ্যে মেট্রো পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়। সূত্রের খবর, দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ একটি মেট্রো ট্রেন ময়দান স্টেশনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। ট্রেনটি সামনে এগোনোর সিগন্যাল না পাওয়ায় যাত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। কেউ কেউ নেমে বিকল্প যাত্রার উপায় খুঁজতে শুরু করেন।
কিছুক্ষণ পর ঘোষণা করা হয়, প্রযুক্তিগত কারণে পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই বহু যাত্রী ময়দান স্টেশন থেকে বেরিয়ে যান, আবার কেউ কেউ ট্রেনের ভিতরেই অপেক্ষা করতে থাকেন।
প্রায় পাঁচ মিনিট পর ট্রেনটি চাঁদনি চক পর্যন্ত যাওয়ার অনুমতি পায়। সেখানে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় এবং ঘোষণা করা হয় যে, আপ ও ডাউন— দুই দিকেই মেট্রো পরিষেবা আপাতত বন্ধ। হঠাৎ এই বিপর্যয়ে দুপুরবেলায় অফিসগামী ও সাধারণ যাত্রীদের ভোগান্তির শেষ ছিল না।