প্রবল শক্তিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা। মঙ্গলবার রাতে অন্ধ্রপ্রদেশের উপকূলে সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে এই শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টির সরাসরি প্রত্যক্ষ প্রভাব বাংলায় না পড়লেও পরোক্ষভাবে জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। মঙ্গলবার বিকেল থেকেই কলকাতায় মেঘলা আকাশ হতে শুরু করেছে।
মঙ্গলবার দুপুরের পর থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সময় যত এগোবে রাজ্যের আবহাওয়ার অবনতির আশঙ্কা বাড়ছে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকী বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, অন্ধ্রপ্রদেশের উপকূলেই মছলিপত্তনম ও কলিঙ্গপত্যনমের মাঝে কাঁকিনাড়া এলাকায় পূর্ণ শক্তি নিয়ে ঘূর্ণিঝড় মন্থার আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় তার সর্বোচ্চ গতিবেগ থাকবে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা। এর জেরে সমুদ্র উত্তাল হবে।