দুর্গাপুর: ছট উৎসবের সময় মাছ, মাংস-সহ আমিষ খাবারের দোকান বন্ধ রাখার নিদান দিয়ে বিতর্কে বিজেপি। ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের অন্ডাল। নির্দেশ নয়, আবেদন করা হয়েছে বলে দাবি বিজেপির। বিজেপি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তৃণমূলের।
রবিবার ও সোমবার দেশ জুড়ে পালিত হচ্ছে ছট উৎসব। জানা গিয়েছে, উৎসব চলাকালীন ২৬ ও ২৭ অক্টোবর অন্ডাল সাউথ বাজারে মাংস-সহ আমিষ দোকান বন্ধ রাখতে হবে বলে দোকানদারদের জানায় বিজেপির স্থানীয় নেতা-কর্মীরা। জেলা বিজেপির প্যাডে লেখা এইরকম একটি নির্দেশ পোস্ট করা হয় সমাজ মাধ্যমেও। তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। অন্ডাল সাউথ বাজারের মাংস ব্যবসায়ী অজয় মণ্ডল বলেন, “শনিবার বেশ কয়েকজন বিজেপির কর্মী দোকানে এসে দু’দিন মাংসর দোকান বন্ধ রাখতে হবে বলে জানায়।” আশে পাশের কয়েকজন মাংস বিক্রেতাও একই অভিযোগ করেন। দোকান বন্ধ রাখার সম্ভব নয়, বিজেপি কর্মীদের বললে তারা হুমকি দেয় বলে অভিযোগ করেন অজয়বাবু। বিষয়টি তিনি মৌখিকভাবে অন্ডাল থানায় জানালে পুলিশ আসে। দোকান খোলা বা বন্ধ রাখা ব্যবসায়ীর ইচ্ছের উপর নির্ভর করে, জোর করে দোকান বন্ধ করার অভিযোগ এলে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তাদের জানায় পুলিশ।
রবিবার এই ফতোয়ার কথা প্রকাশে আসতেই তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। তৃণমূলের যুব জেলা সভাপতি পার্থ দেওয়াসী বলেন, “ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ। এই দেশে কে কী খাবে, কে কোন পোশাক পরবে এটা তাদের নিজস্ব ব্যাপার। বিজেপি সব বিষয় নিয়ন্ত্রণ করতে চাইছে। এটা পশ্চিমবাংলা এখানে এইসব বরদাস্ত করা হবে না।” বিজেপির রানিগঞ্জ মণ্ডল ৪-এর সভাপতি রাখালচন্দ্র ঘোষ বলেন, “বাজারে ছট ব্রতীরা ফল-সহ অন্য জিনিস কিনতে আসেন এই সময়। ধর্মীয় পবিত্রতা রক্ষার কারণেই দু’দিন দোকান বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে। জোর করা হয়নি।”