যোগীরাজ্যে অনাচার! প্রয়াগরাজে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে খুন


যোগীরাজ্যে বাকস্বাধীনতা হরণের চেষ্টা! প্রকাশ্যে কুপিয়ে খুন করা হল এক সাংবাদিককে। বৃহস্পতিবার সন্ধেবেলায় একটি হোটেলের সামনে আচমকাই ওই সাংবাদিকের উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। এলোপাথাড়ি ছুরির কোপ দেওয়া হয় ওই সাংবাদিকের উপরে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

জানা গিয়েছে, মৃত সাংবাদিকের নাম লক্ষ্মী নারায়ণ সিং ওরফে পাপ্পু। তাঁর বয়স ৫৪ বছর। বৃহস্পতিবার তিনি প্রয়াগরাজের সিভিল লাইনস এলাকার হোটেল হর্ষের সামনে ছিলেন। তখনই আচমকা পাপ্পুর উপরে চড়াও হয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। একাধিকবার ছুরি দিয়ে আঘাত করা হয় ওই সাংবাদিককে। গুরুতর আহত অবস্থায় পাপ্পুকে নিয়ে যাওয়া হয় স্বরূপ রানি নেহরু হাসপাতালে। কিন্তু ন্যূনতম চিকিৎসার সুযোগটুকুও মেলেনি। হাসপাতালে পৌঁছতেই চিকিৎসকরা পাপ্পুকে মৃত বলে ঘোষণা করেন।

Post a Comment

Previous Post Next Post