মুখোমুখি সংঘর্ষে বিকট শব্দ, দাউদাউ করে জ্বলে উঠল ডাম্পার ! মর্মান্তিক দুর্ঘটনা সবংয়ে


পশ্চিম মেদিনীপুর: সবংয়ে দুর্ঘটনার জেরে ডাম্পারে আগুন, দুই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষের পরই একটিতে আগুন। সবংয়ের নীলা বাসস্ট্য়ান্ড এলাকায় ২ ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারে অন্য ডাম্পারের ধাক্কা। দুর্ঘটনার পর দাউদাউ করে জ্বলতে থাকে একটি ডাম্পার । আগুন ছড়িয়ে পড়ে দুর্ঘটনাস্থলের কাছে থাকা খড়ের গাদায়। দমকলের চেষ্টায় ডাম্পারের আগুন নিয়ন্ত্রণে।


Post a Comment

Previous Post Next Post